আমাদের সর্ম্পকে

লারসেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিঃ (সার্টিফিকেট নং ৪৮৯০৯ (৮৯৩)/২০০৩) একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান যারা কীটনাশক, বীজ, সার নিয়ে কাজ করে । একদল কৃষি গ্রাজুয়েটের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানের রয়েছে সারাদেশে বিভিন্ন স্থানে অফিস যারা কৃষকের দোরগোড়া পর্যন্ত সেবা দিয়ে থাকে । লারসেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিঃ ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিক্ষেত্রে গুণগত সেবা দিয়ে যাচেছ।

ব্যবসার প্রকৃতি

লারসেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিঃ সারাদেশে খুচরা বাজারে পণ্য সরবরাহ করে থাকে । বাজার চাহিদা ও পণ্য বিপণন এর উপর নির্ভর করে সারাদেশে টি লোকাল অফিস বিভিন্ন স্থানে রয়েছে । আমাদের রয়েছে একদল পেশাদারিত্ব ও অভিজ্ঞ গ্রুপ যারা ক্রেতাদের কৌশল ও নীতির সমন্বয়ে সেবা দিয়ে থাকে। লারসেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিঃ এর ৩০টি নিবন্ধিত পণ্য রয়েছে ও আরো অনেক পণ্য আছে এই নিবন্ধনের জন্য ।

আমাদের অন্যান্য প্রতিষ্ঠান

ডিজিটাল ক্রপ সলিউশন 

শস্য রক্ষাকারী রাসায়নিক প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে ।

ডব্লিউবি এন্টারপ্রাইজ 

আমরা আছি আপনাকে সাহায্য করার জন্য !

দয়াকরে আপনার যেকোনো প্রয়োজনে সাহায্যের জন্য যোগাযোগ করুন

Follow us

আমাদের মেসেজ পাঠান

Please enable JavaScript in your browser to complete this form.
Scroll to Top